• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৪ শা'বান ১৪৪৬

মোবাইল ট্র্যাকিং করে ৪ ডাকাত গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৯:০৭ পিএম
মোবাইল ট্র্যাকিং করে ৪ ডাকাত গ্রেপ্তার
ডাকাতদলের ৪ সদস্য। ছবি : প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একটি টিম মোবাইল ট্র্যাকিং করে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, রুহুল আমিন (৪০), ফারুক হোসেন ওরফে ওমর ফারুক (৩৮), শাহানাজ মাতুব্বর (২৫) ও আল আমিন (২৭)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে।

গ্রেপ্তারদের ৩৯৫/৩৯৬ পেনাল কোডে মামলা রজু করে (মামলা নং ০৭/১৬) শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ রাসেল জানান, এজাহার প্রাপ্তির পর ডাকাতদের ধরতে প্রযুক্তির আশ্রয় নিয়ে মোবাইল ট্র্যাকিং করে জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!