রাঙামাটির কাউখালীতে বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে এক কনস্টেবলের গুলিতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় এ তথ্য নিশ্চিত করে জানান, বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে ট্রেনিং চলাকালে এক কনস্টেবল মেশিনগানের গুলি ছুড়েই জ্ঞান হরিয়ে ফেলেন। এতে চার কনস্টেবল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ চারজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।