বগুড়ার শেরপুরে রাইস মিলে তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ইমরান (৩২), নীলফামারীর সৈয়দপুরের মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো. মনির (২৮)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুপুরে শেরপুর মজুমদার প্রোডাক্ট লিমিটেডের রাইস বার্ন তেলের একটি ট্যাংকে মেরামতের কাজ করছিলেন চার জন টেকনিশিয়ান। এ সময় হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হলে ওই চারজন মাটিতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লালন হোসেন।
হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, তেলের ট্যাংক বিস্ফোরণে চারজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরে আগুনে পোড়া দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।