• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

যাত্রীবাহী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৪:৪৬ এএম
যাত্রীবাহী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু
সুনামগঞ্জের মানচিত্র। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবতী (৫০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের কল্পনা সরকার (৫০), কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬) ও কল্পনার দেবরের মেয়ে (৫)।

এ ছাড়া হাতনি গ্রামের নিরদ সরকারের শিশু ছেলে নিরব সরকারকে (১০) মুমূর্ষু অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দেবাশীষ তালুকদার জানান, উপজেলার মদনাকান্দি গ্রামের সুমন সরকারের ইঞ্জিনচালিত নৌকায় প্রতি শনিবার আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন মধ্যনগর উপজেলার হাটবারে যাওয়া-আসা করেন।

৫০-৬০ জন যাত্রী বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নৌকা করেই বাড়ি ফিরছিলেন। এর পাশাপাশি নৌকায় অতিরিক্ত মালামালবোঝাইও ছিল।

নৌকাটি উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) এসে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা পাড়ে উঠলেও দুই শিশুসহ দুই নারী ডুবে মারা যান।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত স্থানে যাচ্ছি। লোকমুখে শুনেছি চারজনের মৃত্যু হয়েছে।

Link copied!