চট্টগ্রামের মিরসরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞানাগার নির্মাণকাজে মালামাল সরবরাহ নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সংঘর্ষ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, জেএস এন্টারপ্রাইজের মালিক সাবেক শিবির নেতা জামাল উদ্দিন (৩৯), জামাতের আলাউদ্দিন (৩৬), জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান (৪৮), বাজার কমিটির সদস্য ও যুবদল কর্মী মো. মামুন (৩৫)।
তাদের মধ্যে গুরুতর আহত হওয়ায় জামাল উদ্দিন এবং মো. মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮২ কোটি টাকা ব্যয়ে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞানাগার ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজের মালামাল সাপ্লাই নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সকালে বাকবিতণ্ডা হয়। পরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞানাগার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলম বলেন, “ভবন নির্মাণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৮২ কোটি টাকা টেন্ডার পায় সেলটেক ইঞ্জিনিয়ারিং লি.। নির্মাণ কাজের মালামাল সরবরাহের জন্য স্থানীয় জোরারগঞ্জ এন্টারপ্রাইজ এবং জেএস এন্টারপ্রাইজ আবেদন করে। দুই প্রতিষ্ঠানকে জায়গা ভরাটের জন্য বালু এবং সিলেট সেম্পল দিতে অনুরোধ করি। ভরাটের কাজ এখনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। সেম্পল পাঠানোকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।”
ইউনিয়ন বিএনপি সদস্যসচিব মো. মাসুকুল আলম সোহান জানান, বালু ভরাটের কাজ তাদের লাইসেন্স জোরারগঞ্জ এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা বালু দিতে এসে প্রকাশ্য অস্ত্র নিয়ে হামলা করে বিএনপি নেতাকর্মীদের ওপর। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন।
জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাঈন উদ্দিন জানান, এটি রাজনৈতিক ঘটনা নয়। শিবিরের সাবেক নেতা জামাল উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠান জেএস এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান সেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনুমতি সাপেক্ষে কাজের সেম্পল নিয়ে গেলে বাধা দেয় বিএনপি সন্ত্রাসীরা। এতে জামাল উদ্দিন, আলাউদ্দিনসহ অনেকে আহত হয়েছেন। পরবর্তীতে বাজারে জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দিচ্ছে। আমরা এ হামলার নিন্দা জানাই। আমরা অনুরোধ করব, সমাধানের পথ যেন খোলা থাকে।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বিএনপি-জামায়াত দুই দলের কর্মীদের মধ্যে ঠিকাদারি কাজ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”