• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৪ ব্যবসা প্রতিষ্ঠান


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৮:০৮ পিএম
শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৪ ব্যবসা প্রতিষ্ঠান
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে আগুন লেগে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, নলচিড়া বাজারে কাজী মিজান তেল স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিপুল হোসেন আরও জানান, আগুনে কাজী মিজানের জ্বালানি তেলের দোকান, খালিদ স্টোর, মায়ের দোয়া থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম সম্পূর্ণ ও একটি মুদির দোকান আংশিক পুড়ে গেছে।

Link copied!