• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৪


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (৩১ মে) রাত ৩টার দিকে উপজেলার ছোলনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার রায়পুর গ্রামের আব্দুল আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৫), সিরাজুল ইসলাম মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও একই উপজেলার ছোলনা গ্রামের মৃত সালাম মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (২৮) এবং দক্ষিণ কামারগ্রাম এলাকার জনাব আলী মোল্যার ছেলে বকুল মোল্যা (২৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতোয়ালি জোন) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গ্রেপ্তাররা মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলেন। গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় আমরা তাদের গ্রেপ্তার করি। এ ব্যাপারে মামলা করে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।”

Link copied!