কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ জানিয়েছে, তাদের বয়স ১৬-১৮ বছরের মধ্যে।
বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল মোল্লা।
সোহেল মোল্লা বলেন, স্থানীয় কয়েকজন বাসিন্দার মাধ্যমে সকাল ৯টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেললাইনে ভোরের যেকোনো সময় ওই তিনজন ট্রেনে কাটা পড়তে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা জানান, লাশগুলোর চেহারা দেখে মনে হচ্ছে, তারা আশপাশের এলাকার বাসিন্দা নন। হয়তো ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।