কিশোরগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ও কটিয়াদী উপজেলার আচমিতা ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কটিয়াদীতে নিহতের সহপাঠীরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
নিহতরা হলো- দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ছাত্রী নোহা আক্তার এবং মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২)। নিহত দুজন চাচাতো ভাই।
জানা যায়, স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা নোহাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে মোটরসাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে মধ্যপাড়া সড়কে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক দিদার মিয়া দুর্ঘটনার পর অটোরিকশা ও তার মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ও কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া থানার ওসি মারুফ হোসেন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ বলেন, নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।