• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

রস খেতে বের হয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১১:৩৮ এএম
রস খেতে বের হয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর
গোপালগঞ্জে জেলা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় প্রাণ হারাল তিন মোটরসাইকেল আরোহী । শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

মোটরসাইকেলে করে তিনি বন্ধু খেজুরের রস খেতে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাড়িচাপায় তারা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। যে গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে, সেই গাড়ি ও গাড়িচালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Link copied!