নরসিংদীর মনোহরদীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স এ কে এফ ভাটাকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার মালিক আকরাম হোসেনের কাছ থেকে জরিমানার ৩ লাখ টাকা আদায় করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকান নগর গ্রামে মেসার্স এ কে এফ নামে অবৈধ একটি ইটভাটায় পরিবেশ অধিপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান পরিচালনা করেন।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় ও মুনসুর মোল্লা, পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ র্যাব, পুলিশ ও ফায়ারসার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা বলেন, “ইটভাটাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। এটি পরিবেশের দূষণ করছিল। যার কারণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করেন। একই সঙ্গে ভাটার আংশিক অংশ ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”