ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ও সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্দেরপুল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মনির (৩৫) ও আজগর (৪০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
পুলিশ জানিয়েছে, ভোলা থেকে একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় ভোলা-চরফ্যাশন সড়কে বৈদ্যেরপুল এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে ভাঙচুর করে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির মিঞা দুজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
অপর দিকে সকালে ভোলার সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ভ্যানচালক আরিফ (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।