• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

রোহিঙ্গা শিবিরে দুই দিনে ৩ খুন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:৫৯ পিএম
রোহিঙ্গা শিবিরে দুই দিনে ৩ খুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মো. এরশাদ নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। খুনের শিকার এরশাদ কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরপরই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এ নিয়ে ক্যাম্পে দুদিনে তিন খুনের ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফর (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার আগের দিনও আরেক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। 

Link copied!