অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে করা রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন তিন সাংবাদিক।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
খালাস পাওয়া তিন সাংবাদিক হলেন ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলাম, মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী এবং দেশ রূপান্তরের সাবেক প্রতিনিধি মামুন রশিদ।
আইনজীবী পলাশ বলেন, রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করেছিলেন ওই তিন সাংবাদিক। এ ঘটনার জের ধরে ইউপি চেয়ারম্যানের মানহানির অভিযোগে তার শ্বশুর মোস্তাফিজার রাহমান ২০২১ সালের ১৪ জুন রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। একই বছরের ৫ নভেম্বর রংপুর কোতয়ালি থানার এসআই শাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ২৫ আগস্ট বিচার শুরু হয়। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
খালাস পাওয়া মহিউদ্দিন মখদুমী বলেন, “আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি।”