• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

মধ্যরাতে সড়কে ৩ বন্ধুর শেষ বিদায়


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০১:৫২ পিএম
মধ্যরাতে সড়কে ৩ বন্ধুর শেষ বিদায়
ছবি : সংগৃহীত

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত হন তিন বন্ধু। চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রাস্তার মাথা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সনি বড়ুয়া, রুবেল বড়ুয়া ও নিপু বড়ুয়া। তারা মিরসরাই উপজেলার আবু তোরাব ইউনিয়নের মাইনি বড়ুয়া পাড়ার বাসিন্দা।

মিরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরীফ এসব তথ্য নিশ্চিত করেছেন। এসআই জানান, বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

নিহতের স্বজন বিপ্লব বড়ুয়া জানান, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যায় তারা।

স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের সুফিয়া রাস্তা মাথার ইউটার্নের কাছে মোটরসাইকেলটি দুর্ঘটনায় শিকার হয়। বাসের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন বলে অনেকে জানালেও কেউ নিশ্চিত করে বলতে পারেনি।  

এসআই বোরহান আরও জানান, বৃহস্পতিবার রাতে মিরসরাই সদরের দিকে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনজন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারায় তারা। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!