মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৩:৪৭ পিএম
মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২ হাজার ২৩৫  বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক চোরাকারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। 

রোববার (৭ জুলাই) দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে। 

এর আগে, শনিবার গভীর রাতে জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৃত শাহ আলমের ছেলে মানিক (২৮) ও আব্দুল খালেকের ছেলে শাহিন আলম (২৯) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাসির উদ্দীনের স্ত্রী আরোজা বেগম (৪৫)। 

তবে ওই চক্রের মূলহোতা আতিয়ার রহমান (২৮) টের পেয়ে কৌশলে পালিয়ে যান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানা যায় মাদক চোরাকারবারি চক্রের মানিক, শাহিন আলম ও আরোজা বেগম নীলসাগর এক্সপ্রেসে মাদক বহন করছেন। পরে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ চক্রের মূলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যান। পরবর্তীকালে গ্রেপ্তারদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের উদ্ধার আলামত সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ  করা হয়। পরে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Link copied!