• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ১০:৩২ এএম
গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল সদরের তুলারামপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় চার চোর। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পেয়ে যান। তার চিৎকারে এগিয়ে আসে আশপাশের লোকজন। এ সময় চার চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যান।

এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!