• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কক্সবাজারে গুলিসহ গ্রেপ্তার ৩


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৭:২৫ পিএম
কক্সবাজারে গুলিসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে পৃথক অভিযানে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার সদর উপজেলার বানিয়ারপাড়া এলাকার মো. হুমায়ুন কবীর, একই ইউনিয়নের সাবেকপাড়ার মো. রিয়াজ উদ্দিন, ডেইলপাড়ার মো. আব্দুল মালেক।

মাহফুজুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে রাইফেলের গুলিসহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌফলদণ্ডী থেকে গ্রেপ্তার করা হয় মালেককে।”

পুলিশ সুপার আরও বলেন, “গ্রেপ্তাররা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। এ ছাড়া এসব গুলি রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল এই চক্রটি। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।”

Link copied!