পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৬:০৫ পিএম
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতা নিরাঞ্জন ওঝাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকুরি বাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে নিরাঞ্জন ওঝাকে গ্রেপ্তার করা হয়। নিরাঞ্জন ওঝা ওই গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

এই মামলায় অপর গ্রেপ্তাররা হলেন- উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।

মামলাসূত্রে জানা যায়, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা (২৫) উপজেলার ফেরধারা গ্রামের এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝাসহ ৭ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, “আমার বাড়ির পাশে সুজিত ওঝার মামাবাড়ি। এ সুবাদে সুজিত ওঝার সঙ্গে আমার মেয়ের পরিচয় ছিল। একসময় গোপনে সুজিত ওঝা আমার মেয়ের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে বিদেশে গিয়ে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বিএনপি নেতা নিরাঞ্জন ওঝা মামলা না করতে আমাকে হুমকি দেয়। এরপরও আমি নিরাঞ্জন ওঝাসহ ৭ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করি।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Link copied!