২৬ রোহিঙ্গাসহ ৫ দালাল আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:০৪ এএম
২৬ রোহিঙ্গাসহ ৫ দালাল আটক

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের উপকূল থেকে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের পাচারে জড়িত নারীসহ পাঁচ দালালকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে এসব তথ্য স্বীকার করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, বুধবার রাতে টেকনাফের মহেশখালী পাড়ার উপকূল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে দালালরা হলেন মহেশখালী পাড়ার সাবেকুন্নাহার (২৩) একই এলাকার নুরুল ইসলাম (৬০), টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার আবদুর রহিম (৩৫) একই এলাকার জাহেদ হোসেন (২৯) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জাহেদ হোসেন (২০)।

ওসি জানান, রোহিঙ্গাদের একটি দলকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের প্রস্তুতি নিচ্ছে পাচারকারীরা, এমন গোপন খবরের ভিত্তিতে তিনিসহ পুলিশের দল মহেশখালী পাড়ায় অভিযান চালান। এ সময় স্থানীয় শফিকের বসত ঘর থেকে ১৭ জন পুরুষ, চারজন নারী, পাঁচজন শিশুসহ ২৬ জনকে আটক করে পুলিশ। পাশপাশি পাচারের সঙ্গে জড়িত এক নারীসহ পাঁচ দালালকেও আটক হয়। এ সময় কিছু টাকাসহ তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করে পুলিশ।

আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, রোহিঙ্গাদের সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দালালচক্রের। আটক দালালদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছে। আটক ২৬ জন রোহিঙ্গাই উখিয়ার কুতুপালং-বালুখালী ক্যাম্পের বাসিন্দা। তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Link copied!