• ঢাকা
  • সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ১ মুহররম ১৪৪৫

ঢাকাগামী বাস থেকে ইলিশসহ ২৬ মণ মাছ জব্দ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৮:৫৪ এএম
ঢাকাগামী বাস থেকে ইলিশসহ ২৬ মণ মাছ জব্দ

পটুয়াখালী কলাপাড়ায় ঢাকাগামী যাত্রীবাহী তিনটি বাস থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টায় শেখ কামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে তিন বাস চালককে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। 

অভিযানের সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্বাস, অন্তরা ও মীমজাল পরিবহনে ২০০ কেজি ইলিশ, ২০০ কেজি পোয়া, ১৮০ কেজি ডাডি ও ৪৮০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়েছে। সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমুদ্র থেকে এসব মাছ শিকার করে কিছু অসাধু জেলেরা।

এসব মাছ আলিপুর মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ৎ থেকে পরিবহনযোগে ঢাকা যাচ্ছিল বলেও জানান তিনি।

Link copied!