যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে ২৫ টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে বেনাপোল বন্দর এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের স্কোয়াড কমান্ডার এএসপি মো. হাবিবুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য এসব ককটেল পূর্বপরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছে। ককটেল বোমা মজুদকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, “ককটেল বোমাগুলো পোট থানায় জমা দেওয়া হয়েছে। এগুলো নিস্ক্রিয় করার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। শান্ত বন্দরকে অশান্ত করতে একটি পক্ষ ককটেল বোমাগুলো বন্দর এলাকায় জমা করছে বলে ধারনা করা হচ্ছে।”