• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ আটক ২২


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৮:১৯ এএম
মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ আটক ২২

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো করে রাখা ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। একই স্থান থেকে শিশু, নারীসহ সাত রোহিঙ্গাকেও আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার জামাল হোসেনের বাড়ি থেকে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ২২ তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার জামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৫ বাংলাদেশি, ৭ জন রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করা হয়।

আটকরা জানান, মালয়েশিয়া পাঠানোর জন্য তাদের জড়ো করা হয়েছিল।

বিজিবি জানিয়েছে, দালালের মাধ্যমে তাদের নাইটং পাড়ায় একটি বাড়িতে জড়ো করে রাখা হয়েছিল।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান টেকনাফ থানার ওসি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!