নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের লিয়াকত শেখ সমর্থিত লোকদের সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য নান্টু সমর্থিত লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পূর্ব বিরোধের জের ধরে রোববার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে সেখানে পুলিশৈ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।