• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৫:৩২ পিএম
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির কার্যালয়ে ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর এম এ মুহিত সভার কার্যক্রম শুরু করেন। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে যান।

এতে ডক্টর এম এ মুহিতর সমর্থকরা তাদের বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাম সারোয়ারসহ উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

এঘটনায় ডক্টর এম এ মুহিতকে দায়ী করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার।

তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এম এ মুহিতের অনুসারীরা। তারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনায় এম এ মুহিতের কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সড়িয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Link copied!