বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরের অপেক্ষায় কনেপক্ষের লোকজন। কিছুক্ষণ পর বরের সাজে সজ্জিত হয়ে একে একে হাজির ২০ জন বর৷ এই দৃশ্য দেখে চমকে গিয়েছেন বিয়েবাড়ির লোকজন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার উপজেলার গোছামারা গ্রামে। শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়েছে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাজী পাড়ায় (বর্তমানে) ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির বিসমিল্লাহ টাওয়ারের বাসিন্দা আল আমিন মাহমুদ শিপনের ছেলে ছাব্বির হোসেন সজীবের সঙ্গে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মো. শাহ আলম মিয়ার মেয়ে জ্যোতি আক্তার স্বর্ণার বিয়ের দিনক্ষণ ঠিক হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিয়েতে শুক্রবার বিকেলে প্রাইভেটকার ও মোটরসাইকেলে শেরওয়ানি আর পাগড়ি পরে একসঙ্গে ২০ জন বর হাজির হন কনের বাড়িতে। এক বরযাত্রীতে এত বর দেখে অবাক হন কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা।
বর ছাব্বির হোসেন সজীব জানান, তার বিয়েতে বন্ধুরা মিলে বরযাত্রী হিসেবে ২০ জন বর সেজে যান। এতে বিয়ের আনন্দটা অনেক বেড়ে যায়।
বরের বন্ধু আল আমিন বলেন, আমাদের বন্ধু ব্যতীত আমরা আরও ২০ জন বর সেজে এসেছি। ভীষণ ভালো লাগছে। তার বিয়ের সময়ও এমন ব্যতিক্রমী আয়োজন করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।
বরের বাবা আল আমিন মাহমুদ বলেন, বিয়ের অনুষ্ঠানে মানুষ বিভিন্নভাবে আনন্দ নিয়ে থাকে। আমার ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েতে একটু ব্যতিক্রমভাবে আনন্দ দেওয়ার। ফলে এই আয়োজন করেছি। এমন আয়োজনে বরযাত্রী ও কনেপক্ষের সবাই অনেক আনন্দিত। তিনি বর ও কনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
কনের দাদা বলেন, সত্যিই আয়োজনটা ব্যতিক্রম ছিল। এত বর থেকে আসল বরকে তা কনেই বেছে নেন। এ সময় তিনি তার নাতনি ও নাতিন জামাইয়ের জন্য দোয়া চান।