• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ ২ যাত্রী আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:০০ পিএম
বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ ২ যাত্রী আটক
স্বর্ণালংকারসহ আটক ২ যাত্রী। ছবি : সংগৃহীত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ২ যাত্রীর কাছ থেকে পরনের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসময় তাদের আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি-১৪৮ ফ্লাইটের বিমানের ভেতরে ঢুকে ২ যাত্রীকে তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালংকারগুলো পাওয়া যায়।

যাত্রীরা হলেন, ঢাকার মিরপুরের অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

তথ্যটি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন।

Link copied!