বরিশাল জেলার বাকেরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০টা থেকে ১১ টার দিকে উপজেলার চরকাউয়া-গোমা সড়কের চরামদ্দির মাঝের ব্রিজ এলাকা এবং বরিশাল- পটুয়াখালী মহাসড়কের বরিশাল ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
পৃথক দুর্ঘটনায় নিহতরা হলেন- হোসনেয়ারা বেগম (৩০) এবং ফয়সাল হোসেন (১৮)। আহতরা হলেন, বুলবুল, আদিয়ান রুপক, রাকিব হাওলাদার ও মুশফিকুর রহমান। তাদের মধ্যে বুলবুল ও আদিয়ান রুপক সম্পর্কে বাবা-ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বুলবুল ও তার দুই বছরের ছেলে আদিয়ান রুপক গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রাণ হারান বুলবুলের স্ত্রী হোসনেয়ারা। বুলবুল ও আরিয়ানকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে চরকাউয়া-গোমা সড়কের মাঝের ব্রিজ এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ফয়সাল হোসেন নামের এক কলেজ ছাত্র। একই দুর্ঘটনায় রাকিব হাওলাদার ও মুশফিকুর রহমান নামের আরও দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে বরিশাল থেকে বাড়ি ফিরছিলেন। চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ফয়সাল নিহত হন।
বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে ৪ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’