• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝড়ের কবলে পড়ে ২ জনের মৃত্যু


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৬:২১ এএম
ঝড়ের কবলে পড়ে ২ জনের মৃত্যু

বগুড়ার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের ওয়াহেদা বেগম (৫৫) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের শামীম আহমেদ (১৭)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিদুল ইসলাম বলেন, “ঝড় শুরু হলে নাতনিকে খুঁজতে ওয়াহেদা বেগম বাড়ির বাইরে যান। ফেরার সময় একটি গাছের ডাল মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

যোগাযোগ করা হলে বগুড়ার সুখানপুকুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, “একটি কমিউটার ট্রেনের যাত্রী স্টেশনের পাশের একটি দোকানে অন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় হঠাৎ ঝড় শুরু হয়। ওই যাত্রী দোকান থেকে স্টেশনে আসার সময় একটি গাছের ডাল মাথায় ভেঙে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

Link copied!