• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০২:২৮ পিএম
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। 

বৃহস্পতিবার রাত ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

রাত ১০টার দিকে উপজেলা শহরের মির্জাপুর মোড়ে ট্রাক চাপায় হাবিবুর রহমান (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। হাবিবুর রহমান উপজেলার খাঁনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, রাত ১০টার দিকে মির্জাপুর মোড়ে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক আসছিল। এ সময় হাবিবুর রহমানের অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুর রহমান নিহত হন। আহত হন যাত্রী ইমরান।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে বিরামপুর রোডের রত্নাদিঘী এলাকায় সন্ধ্যায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় আহত মোটরসাইকেল চালক রাতুল মিয়াকে (২২) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে মারা যান। রাতুল নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক পৃথক দুই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, অটোরিকশা চালক নিহতের ঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে।

Link copied!