• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৯:১৬ পিএম
পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খাইরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম চরগড়গড়ী আলহাজ্ব মোড় পশ্চিমপাড়ার মৃত নসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে গত দুই দিনে তাদের মধ্যে ছোটোখাটো মারামারির ঘটনাও ঘটে। এসব ঘটনার জের ধরে শুক্রবার বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে ঘটনাস্থলেই খাইরুল মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।”

Link copied!