বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৬:০৮ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় সাবেক সেনাসদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎস্পৃষ্টে মৃতরা হলেন- উপজেলার শুনই গ্রামের সাবেক সেনাসদস্য রফিকুল ফকির (৫০) ও তার কাজের লোক সুমন মিয়া (২৮)।

পুলিশ জানায়, সকালে নিজ বাড়িতে কৃষিকাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করছিলেন রফিকুল ফকির। এ সময় অন্য দুজনও তার সঙ্গে ছিলেন। ছেঁড়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন রফিকুল ফকির। অন্য দুজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ফকির ও সুমনকে মৃত ঘোষণা করেন। আর জাহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে অপমৃত্যুর মামলা করা হবে।

Link copied!