জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ২


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ১২:৪৪ পিএম
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের জেরে দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার খোদাতপুর চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মোনোয়ার হোসেন মিম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৬)।

পুলিশ জানায়, ২৮ শতক জমি নিয়ে নিহত মিম ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের ঝামেলা চলছিল। এ নিয়ে একাধিকবার মীমাংসাও হয়েছে। বুধবার সকালে ওই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মিম মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

Link copied!