• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ডাম্প ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০২:১৩ পিএম
ডাম্প ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে এক পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার ভরাডোবা এলাকায় শিল্প পুলিশ-৫ এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী আবদুস সাত্তার (৩০) ও মো. সাজ্জাদ (৩২)। তাদের বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, “উপজেলার ভরাডোবার শিল্প পুলিশ-৫ এর কার্যালয়ের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময়ে ময়মনসিংহগামী একটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের আসনে থাকা আবদুস সাত্তার ও মো. সাজ্জাদ ঘটনাস্থলেই নিহত হন।”

দুর্ঘটনায় কবলে পড়া পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!