ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় যাত্রীবাহী বাসে করে ২৪ কেজি গাঁজা পাচারকালে হাতেনাতে দুইজনকে আটক করেছেন র্যাব-৭-এর সদস্যরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মধ্যম রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মো. মিলন মিয়া, খাগড়াছড়ির সদরে শালবাগান এলাকায় ও মো. মুশফিক হোসেন, তার বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরে বোয়ালমারী গ্রামে।
জানা গেছে, রাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এসময় চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক একটি ইমপেরিয়াল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে কৌশলে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে বাসের মালামাল রাখার বক্সের ভেতর একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা খাগড়াছড়ি ও ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম এবং মহানগরীর বিভিন্ন মাদককারবারি ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
পরে র্যাব-৭ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা মাদকসহ আসামিদের হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, “তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।”