• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৪:০১ পিএম
ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের বন্দর থেকে ৪৭৩ বোতলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক কারবারিরা হলেন মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩)।  

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা দুজনই পেশাদার মাদক কারবারি। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেনসিডিল কুমিল্লা থেকে এনে ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!