• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিনাজপুরে ইজিবাইকসহ গ্রেপ্তার ২


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৩, ০৬:৫৪ পিএম
দিনাজপুরে ইজিবাইকসহ গ্রেপ্তার ২

দিনাজপুরে ইজিবাইকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ মে) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

এর আগে, রোববার (৩০ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জেলা শহরের ৭নং উপশহর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে সজীব ওরফে বাবু (২৮) ও অন্যজন বিরল উপজেলার মৃত আকবর আলীর ছেলে মাসুদ আলম (৫৫)।

ওসি তানভিরুল ইসলাম বলেন, “ইজিবাইক খোয়া যাওয়ার এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করে। এরপর সিসিটিভি পর্যালোচনা করে প্রথমে ইজিবাইক চোর সজীবকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায়, চুরি হওয়া ইজিবাইকটি বিরল উপজেলায় আছে। সেখানে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ইজিবাইকসহ আরও ৪টি ইজিবাইক জব্দ করতে সক্ষম হই। গ্রেপ্তারদের আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তার সজীব এর আগেও দিনাজপুরে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল।”

Link copied!