• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০২:৫৭ পিএম
বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

ফরিদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে জেলা সদরের ধুলদি বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. জাকির হোসেন (৫২) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামের মো. ফারুক পেদার ছেলে মো. রাহাত পেদা (২৬)।

র‌্যাব কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুরের ধুলদি বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাবের একটি টিম। এসময় সাড়ে ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছে থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।”

আটকদের বিরুদ্ধে জেলা কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান শহিদুল ইসলাম।

Link copied!