• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৮:২৪ এএম
আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদ ও ছিনিয়ে নেওয়া আসামি বেলালকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর এলাকার একটি দোকান থেকে বিএনপি নেতা সাইফুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ সময় ছিনিয়ে নেওয়া আসামি বেলালকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২৫ ডিসেম্বর রাতে শরীফপুর গ্রাম থেকে একটি মারামারির ঘটনার মামলার প্রধান আসামি মো. বেলালকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরদিন ১৭ জনের নাম উল্লেখ ও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে সদর মডেল থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম।

জানা যায়, গ্রেপ্তার সাইফুদ্দিন খালেদ সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্য। গ্রেপ্তার অপরজন হলেন ভবানীগঞ্জের চরভূতা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মনির হোসেনের ছেলে বিএনপি কর্মী বেলাল। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আসামি ছিনতাই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার প্রধান আসামি ছিলেন বেলাল। ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত. সুলতান আহমদের ছেলে নুর ইসলাম বাদী হয়ে গত ২৬ নভেম্বর  মামলটি করেন। ২৫ ডিসেম্বর রাতে সদর থানা পুলিশের একটি টিম মারামারির মামলার আসামি বেলালকে গ্রেফতার করতে শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযানে যায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় আসামিপক্ষের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। 

পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ছিনিয়ে নেয়া আসামি বেলালসহ জড়িতদের ধরতে অভিযান চালায়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!