• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০, ২১ শা'বান ১৪৪৬

ধরা পড়ল ১৯৪ কেজির বোল, ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:১৬ পিএম
ধরা পড়ল ১৯৪ কেজির বোল, ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি
১৯৪ কেজির বোল। ছবি : সংগৃহীত

টেকনাফ শাহপরীর দ্বীপে টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের একটি বোল মাছ। পরে মাছটি ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীতে মাছটি ধরা পড়ে।

শাহ পরীরদ্বীপ কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ধরা পড়ে মাছটি। স্থানীয় ভাষায় এটি বোল মাছ নামে পরিচিত। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।

শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করে জেলেরা। এমন সময় ছোট ছোট মাছের সঙ্গে এই বড় বোল মাছটি জালে আটকে যায়। পরে জেলেরা নাফ নদী থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে চরের ওপরে তুলে নিয়ে আসে। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহ পরীর দ্বীপ জেটিঘাটে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে ভিড় জমান লোকজন।”

শাহপরীর দ্বীপ কোনা পাড়ার নৌকার মাঝি নুর মোহাম্মদ বলেন, “আমার জালে প্রথমবার ১৯৪ কেজি ওজনের বড় বোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয়েছিল ৩ লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমকে ২ লাখ ৬০ হাজার টাকাতে বিক্রি করেছি।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “শাহ পরীর দ্বীপের এক জেলের জালে একটি বিশাল মাছ ধরা পড়ার খবর শুনেছি। তবে শীত মৌসুমে ৫-১৫ কেজি ওজন পর্যন্ত বোল মাছ জেলেদের জালে ধরা পড়ে।”

Link copied!