টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় অংশ না নেওয়ায় ১৮ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাখিল মাদ্রাসার সুপারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৫০তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে গত ২৪ আগস্ট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন। সভায় উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ১৮ প্রধান শিক্ষক ও সুপার অনুপস্থিত ছিলেন।
এ নিয়ে সভায় উপস্থিত অতিথি, অন্যান্য প্রধান শিক্ষক ও সুপারদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর সভায় অনুপস্থিত প্রধান শিক্ষক ও সুপারদের কাছে কারণ জানতে চেয়ে গত রোববার (২৭ আগস্ট) নোটিশ জারি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান।
নোটিশে বলা হয়, ৭ দিনের মধ্যে কারণ না জানালে বা সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় ঊধ্বর্তন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “গত ২৪ আগস্ট ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি সভায় যেসকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপার উপস্থিত ছিলেন না, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, গ্রীষ্মকাল খেলাধুলাটি জাতীয় প্রোগাম। সে প্রোগামটি সফল করার লক্ষ্যে গত ২৪ আগস্ট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়। এতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন না। কেন অনুপস্থিত ছিল তার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। জবাব না পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।