বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সন্ধ্যায় কুমারখালী উপজেলার লাহিনীপাড়া মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় আলোচনা সভাসহ দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধনী দিনে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ও লালন একাডেমির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক আমিনুল হক ও কুমারখালী পৌরসভার মেয়র সামছ্জ্জুামান অরুণ। মীর মশাররফ হোসেনের সাহিত্য ও জীবন দর্শন নিয়ে আলোচক থাকবেন বোধদয়ের সভাপতি লালিম হক।
আলোচনা সভা শেষে মীর মশাররফ হোসেন রচিত জমিদার দর্পণ নাটক মঞ্চস্থ হবে।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মীর মশাররফের জন্ম হয়। পিতা মীর মুয়াজ্জম হোসেন, মা বিবি দৌলতন্নেসা।