কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১৬০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এসময় প্রতিষ্ঠানটির মালিক মকবুল হোসেন খবরুলকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার আঙ্গারীয়া এলাকায় ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) নেওয়াজ এ অভিযান চালান।
এসময় মকবুল হোসেনের গোডাউন থেকে ৫০ কেজির ৫৭ বস্তা ও ৩০ কেজির ১০৩ টি বস্তা জব্দ করা হয়। তবে, মকবুল হোসেনের দাবি এই চাল তিনি সুবিধাভোগীদের কাছ থেকে কিনেছেন।
এ বিষয়ে জানতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রুবেলকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
পুলিশ জানায়, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয়-বিক্রয় করছিলেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সরকারি চালসহ গুদাম মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।