• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ১৫ শিক্ষার্থী


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৫:০৩ পিএম
গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ১৫ শিক্ষার্থী

নড়াইলে প্রচণ্ড তাপদাহে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো ক্লাস চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন প্রচণ্ড গরমে হঠাৎ ১৪/১৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর শিক্ষকদের সহায়তায় চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে দিয়ে আসা হয়। পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ছুটি দেওয়া হয়েছে।

ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এনে তাদের সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ক্লাস চলাকালীন প্রচণ্ড গরমে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

Link copied!