• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

পেট থেকে একে একে বের হলো ১৫টি কলম


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৯:০৪ এএম
পেট থেকে একে একে বের হলো ১৫টি কলম

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মোতালেব (৩৫) নামের এক মানসিক রোগীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১৫টি কলম বের চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (২৫ মে) সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন থিয়েটারে অ্যান্ডোস্কপির মাধ্যমে কাজটি করেন সেখানকার সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম, কনসালট্যান্ট ডা. আমিনুল ইসলাম খান ও তাদের দল। এর আগে ১৬ মে হাসপাতালে ভর্তি হন মোতালেব।

মোতালেব জেলার এনায়েতপুর থানাধীন খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কনসালট্যান্ট ডা. আমিনুল ইসলাম খান বলেন, “রোগীটি প্রথমে পেটে ব্যথা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। পরে মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকরা এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করেও পেটে কী সমস্যা, সেটা শনাক্ত করতে পারছিলেন না। পরে রোগীকে আমার কাছে পাঠানো হয়। আমরা অ্যান্ডোস্কপির মাধ্যমে পরীক্ষা করে তার পেটের ভেতর ১৫টি কলম দেখে প্রথমে চমকে যাই, এটা কীভাবে সম্ভব। পরে অ্যান্ডোস্কপির মাধ্যমেই অপারেশন ছাড়াই আমরা কলমগুলো বের করার সিদ্ধান্ত নিই।”

ডা. আমিনুল ইসলাম খান আরও বলেন, “বিষয়টি মোটেও সহজ ছিল না। আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জিং ছিল কাজটা। কলমগুলো পাকস্থলীতে সেট হয়ে গিয়েছিল। কলমগুলো বের করতে আমাদের প্রথমে মাথায় চিন্তা ছিল যেন, কলমগুলোর কারণে যেন কোনোভাবেই শ্বাসনালিতে গিয়ে শ্বাসপ্রশ্বাস বন্ধ না হয়ে যায়। এ ছাড়া রক্তক্ষরণের একটা চিন্তাও মাথায় ছিল। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আমরা কলমগুলো বের করে নিয়ে আসতে সক্ষম হই।”

Link copied!