• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৬:১২ পিএম
মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ছমির লস্কর ও আয়নাল মন্ডলের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গ্রামের মধ্যে জোরে মোটরসাইকেল চালানো নিয়ে আয়নাল মন্ডলের সমর্থক রাজার সঙ্গে ছমির লস্করের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

হরিণাকুন্ড থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Link copied!