• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৭:৫৩ পিএম
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪

হবিগঞ্জ সদরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত সদর উপজেলার শহরতলীর বহুলা গ্রামে এ ঘটনা।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, সকালের দিকে হঠাৎ করে বহুলা গ্রামে দল বেধে কয়েকটি কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। শুরুতেই রিনা আক্তার ও তানভীর আহমেদ নয়নকে কামড়ায় কুকুর। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। এরপর একে একে শিশুসহ অন্তত ১৪ জনকে কামড়ে দেয় কুকুরের দল। তারাও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে কুকুরগুলোকে মারতে লাটিসোঁটা নিয়ে বের হয় একদল যুবক ও কিশোর। তবে এর আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় কুকুরগুলো।

পাগলা কুকুরের কামড়ে আহতদের নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসা নিতে বলেছেন ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর। বিশেষ করে জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পেতে আক্রান্তদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Link copied!