• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যমুনায় বিলীন স্পার বাঁধের ১২২ মিটার


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২, ০২:১৩ পিএম
যমুনায় বিলীন স্পার বাঁধের ১২২ মিটার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন বেতিল স্পার বাঁধ-১ এর ১২২ মিটার মাটির স্যাংঙ্ক যমুনায় বিলীন হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে সিরাজগঞ্জ ভ্যাটেরিনারি কলেজ, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আজগড়া সাবমেরিন ক্যাবল সাইডের সার্স লাইন, ফসলি জমি, বসতভিটাসহ বহু স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু করা হয়েছে।

জানা যায়, তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুরকে যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০০০-২০০১ সালে বেতিল স্পার বাঁধ-১ নির্মাণ করে পাউবো। ৯৫০ মিটার দৈর্ঘ্যের এ বাঁধের মাটির স্যাংঙ্ক ৮০০ মিটার ও কংক্রিটের কাঠামোর দেড়শ মিটার। যমুনা নদীতে পানি কমতে শুরু করায় প্রচণ্ড স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাঁধের মুল কাঠামোর পশ্চিম পাশের ডান অংশের মাটির স্যাংঙ্কে ১২২ মিটার বিলীন হয়ে যায়।

এর ফলে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পূর্ব পার্শ্বে নির্মিত স্পার বাঁধ সংলগ্ন সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ বহু তাঁত কারখানা ও অসংখ্য ঘর-বাড়ি হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে অভাবে দীর্ঘদিন ধরে বাঁধের আশপাশ থেকে বালু উত্তোলন ও মাটিবাহী ট্রাক চলাচলে বালুর বাঁধের চরম ক্ষতি হয়। যে কারণে পানির তোড়ে প্রায় প্রতি বছরই কোনো না কোনো স্থানে ধস বা ভাঙন দেখে দেয়।

বাঁধের তদারকির দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন জানান, যমুনায় পানি কমতে শুরু করায় প্রবল স্রোতের কারণে স্কাউয়ারিংয়ের ফলে বাঁধের ১২২ মিটার এলাকার মাটি সরে গেছে। বাঁধ সংস্কার কাজ চলছে, আতঙ্কিত হবার কিছু নেই। 

Link copied!