নোয়াখালীর সদর উপজেলায় ১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাতের উদ্যোগে চাঁদপুর মাযহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা এই সেবা দেন।
সুবিধাভোগীরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। প্রায় ১২০০ রোগীকে চক্ষু চিকিৎসা পত্র, ২০০ রোগীকে চশমা, ৬০০ রোগীকে চোখের ড্রপ ও অন্যান্য ওষুধ দেওয়া হয়। এসময় ১০০ চোখে ছানি পড়া রোগীকে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের জন্য চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়।
চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, “অসহায় মানুষের কষ্টের কথা বিবেচনা করে, বিশেষ করে যারা অর্থের অভাবে চোখে ছানি অপারেশন করতে পারে না তাদের অন্ধত্বের হাত থেকে বাঁচাতে আমার এই উদ্যোগ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”