মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকা থেকে ১২টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বেশ কিছু দিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নিয়মিত বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসছিল একটি চক্র। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে এসআই আনিসুজ্জামান, মাহমুদ হাসান, এএসআই ইমাম আহাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শাহাদুল হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে পরিত্যক্ত একটি ঘরে বেশকিছু ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি বালতিতে বালি ও পানির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।
নাশকতার উদ্দেশ্যে কে বা কারা পরিত্যক্ত ঘরে ককটেল রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি